Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শিরশ্ছেদের আগে একা একা শহরের বাইরে গিয়েছিলেন মেক্সিকান মেয়র

অনলাইন ডেস্ক

শিরশ্ছেদের আগে একা একা শহরের বাইরে গিয়েছিলেন মেক্সিকান মেয়র

গত ৬ অক্টোবর নৃশংসভাবে খুন হয়েছেন মেক্সিকোর সহিংসতায় জর্জরিত রাজ্য গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র। পুরো দেশকে হতবাক করে দেওয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন—হত্যার আগে শহরের বাইরের একটি মিটিংয়ে যোগ দিতে মেয়র একাই রওনা হয়েছিলেন। 

চিলপানসিঙ্গো শহরের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় দিন পরই গত রোববার হত্যাকাণ্ডের শিকার হন মেক্সিকোর প্রধান বিরোধী জোটের তরুণ রাজনীতিবিদ আলেজান্দ্রো আরকোস। সেদিন হোয়াটসঅ্যাপ এবং মেক্সিকান গণমাধ্যমে প্রচারিত একাধিক ছবিতে একটি পিক-আপ ট্রাকের ওপর একটি বিচ্ছিন্ন মাথা দেখা গেছে। এক দেখায় অনেকেই এটাকে আরকোসের বলেই শনাক্ত করেছে। 

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, দেশটির নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তাঁর নিরাপত্তা কৌশল উন্মোচন করতে যাচ্ছেন। এর মাত্র কয়েক দিন আগেই মেয়র হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার দিন আরকোস কোনো চালক কিংবা সহচর ছাড়াই নিজের গাড়িতে চড়ে চিলপানসিঙ্গোর নিকটবর্তী শহর পেটাকিলাসের দিকে রওনা হয়েছিলেন। 

গার্সিয়া হারফুচ বলেন, ‘আমরা জানি যে, তিনি (আরকোস) একটি নির্দিষ্ট মিটিংয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিল না। তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং কয়েক ঘণ্টা পর মেয়রের মৃতদেহ পাওয়া যায়।’ 

আরকোস কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন—একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে মন্ত্রী বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘এই বিষয়ে অনেক তথ্য রয়েছে, যা তদন্তের স্বার্থে আমাদের অবশ্যই গোপন রাখতে হবে।’ 

এদিকে ফেডারেল সূত্রের বরাত দিয়ে মেক্সিকান সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, আরকোস তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গুয়েরেরো রাজ্যে সক্রিয় একটি অপরাধী গোষ্ঠী লস আর্ডিলোসের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। 

গত সোমবার (৭ অক্টোবর) আরকোসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তাঁর কফিন নিয়ে যাওয়ার সময় শোকার্ত অসংখ্য মানুষ শহরের রাস্তায় সারিবদ্ধ হয়েছিলেন এবং কফিনটির দিকে গোলাপের পাপড়ি নিক্ষেপ করেছিলেন। 

শিরশ্ছেদের মতো ভয়ংকর হত্যাকাণ্ড অতীতেও চিলপানসিঙ্গো সহ গুয়েরেরো রাজ্যে অহরহই ঘটেছে। আরকোসের মৃত্যুর মাত্র তিন দিন আগেই ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার চিলপানসিঙ্গো শহরেরই নতুন সিটি সরকারের সেক্রেটারি ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডকে মাদক নিয়ন্ত্রণকারী কার্টেলগুলো হুমকি এবং বার্তা হিসেবে ব্যবহার করে।

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প