হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কো রুবিও। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। তাঁর প্রশাসনে এবারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর মার্কো রুবিও। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন সিনেট রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের মনোনয়ন অনুমোদন দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কো রুবিও চীনের কড়া সমালোচক এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক। সিনেটে তিনি ৯৯-০ ব্যবধানে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের ভোটে সমর্থন পান। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যের নিয়োগ নিশ্চিত হলো।

মার্কো রুবিও দীর্ঘদিন ধরে সিনেটের পররাষ্ট্র এবং গোয়েন্দা কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে মনোনয়ন শুনানিতে তিনি খুব সহজেই সমর্থন লাভ করেন। রুবিও ট্রাম্প প্রশাসনের প্রথম মন্ত্রী, যিনি সিনেট থেকে অনুমোদন পেলেন। আগামী কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

রুবিও তাঁর কঠোর পররাষ্ট্রনীতির জন্য পরিচিত। চীনের বিরুদ্ধে তাঁর অবস্থান বিশেষভাবে দৃঢ়। তিনি বারবার যুক্তরাষ্ট্রকে চীনের ওপর অর্থনৈতিক এবং কৌশলগত নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রতি তাঁর সমর্থনও অত্যন্ত জোরালো। কিউবা থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান রুবিও কিউবার কমিউনিস্ট সরকারের পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে।

মনোনয়ন শুনানিতে রুবিও যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা।’ ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে তিনি জানান, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত এবং তা করার জন্য মস্কো ও কিয়েভ উভয়কেই কিছুটা ছাড় দিতে হবে। তিনি ইউক্রেনের সব দখলকৃত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য থেকে সরে আসার পরামর্শ দেন।

মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হিস্পানিক ব্যক্তি, যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাঁর এই নিয়োগ নিয়ে দেশের লাতিন আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ট্রাম্প দ্বিতীয়বারের মতো ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই তাঁর মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন ঘোষণা শুরু করেন। তাঁর সমর্থকেরা চেয়েছিল, সিনেট যেন দ্রুততার সঙ্গে মনোনীত প্রার্থীদের অনুমোদন দেয়। যদিও কিছু মনোনীত প্রার্থী তাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন, এমনকি রিপাবলিকান সিনেটরদের কাছ থেকেও। তবে রুবিওর ক্ষেত্রে এমন কোনো বিতর্ক হয়নি, বরং তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।

ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন, মার্কিন কিশোরের স্বীকারোক্তি

মানসিকভাবে সুস্থ আছেন ট্রাম্প, জানালেন চিকিৎসক

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে মার্কিন কৃষকদের ক্ষতি বেশি

মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প

আমি সুন্দরভাবে গোসল করে দারুণ চুলের যত্ন নিতে চাই: ট্রাম্প

বৈশ্বিক মন্দার আশঙ্কার মধ্যেও ট্রাম্প বলছেন, শুল্কনীতি ভালো করছে

মাত্র দেড় কোটিতে ১৪টি বাংলাদেশের সমান এলাকা যুক্তরাষ্ট্রের কাছে বেচে দেয় ফ্রান্স

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ইউক্রেনের জন্য ৩৯ পাউন্ড দানের অপরাধে রুশ-মার্কিন ব্যালে ড্যান্সারের ১ বছরের কারাবাস

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মিশেল ওবামা