Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হামাস নেতাদের অবস্থান জানানোর বিনিময়ে রাফাহে অভিযান ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র

হামাস নেতাদের অবস্থান জানানোর বিনিময়ে রাফাহে অভিযান ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের রাফাহে পূর্ণ মাত্রায় ইসরায়েলি স্থল অভিযান ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, হামাস নেতাদের অবস্থান এবং লুকোনো সুড়ঙ্গগুলোর অবস্থান ইসরায়েলকে জানিয়ে দেওয়ার বিনিময়ে রাফাহে অভিযান ঠেকাতে চেয়েছে বাইডেন প্রশাসন।

ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের সঙ্গে যুক্ত চারজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ওয়াশিংটন পোস্টকে এসব কথা জানান।

এ ছাড়া মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, রাফাহে ইসরায়েলি পূর্ণ মাত্রার আগ্রাসন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে বাইডেন প্রশাসন। ইসরায়েল যদি রাফাহে প্রবেশ না করে তবে তাদের উপযুক্ত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে এমন সব গোপনীয় গোয়েন্দা তথ্য যা দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস নেতাদের অবস্থান এবং লুকোনো সুড়ঙ্গের নেটওয়ার্ক খুঁজে পেতে পারে।

যুক্তরাষ্ট্র হাজার হাজার আশ্রয়প্রার্থীর জন্যও সহায়তার প্রস্তাব দিয়েছে। তারা ইসরায়েলকে তাঁবুর শহর তৈরি করে দিতে সাহায্য করবে যাতে আশ্রয় নিতে পারবে গাজাবাসী। রাফাহ থেকে বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য খাবার, পানি এবং ওষুধের সরবরাহ ব্যবস্থাও তৈরি করে দেওয়ার কথা বলেছে বাইডেন প্রশাসন।

গতকাল শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে, রাফাহ থেকে এর কিছু সংখ্যক বাসিন্দাদের অন্য জায়গায় সরানোর পর সেখানে সামরিক অভিযান চালাতে যাচ্ছে আইডিএফ।

প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলকে রাফাহে সীমিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় রাজি করাতে চেষ্টা করছে। জো বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফাহ অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না।

তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আয়রন ডোম রকেট ইন্টারসেপ্টর ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। কিন্তু যদি ইসরায়েল রাফাহে অভিযান চালায় যায়, সেখানে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও কামানের গোলা আমরা সরবরাহ করব না।’

সে সঙ্গে, গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে বলেও আশঙ্কা করছে ওয়াশিংটন।

ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফাহে এসে আশ্রয় নিয়েছে প্রায় ১৩ লাখ ফিলিস্তিনি। তবে রাফাহে প্রচণ্ড শক্তিশালী অভিযান চালানোর ব্যাপারে প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে ইসরায়েল।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের