হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের নতুন স্লোগান— মেক আমেরিকা হেলদি এগেইন

অনলাইন ডেস্ক    

নির্বাচনী প্রচারণার মঞ্চে ট্রাম্প ও রবার্ট কেনেডি জুনিয়র। ছবি: সংগৃহীত

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। তাঁর দরকার আর মাত্র তিন ভোট।

এ অবস্থায় ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এবার আমেরিকাকে ‘স্বাস্থ্যবান’ করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়রকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত উন্নত করার জন্য দায়িত্ব দেবেন।

ভাষণে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি তাঁর প্রশাসনে স্বাস্থ্য নীতিমালা তদারকিতে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেবেন। অবশ্যই ঐতিহ্যবাহী মার্কিন রাজনৈতিক পরিবার থেকে আসা কেনেডির কিছু মতামত ও বিশ্বাস নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ, তিনি অনেক বিতর্কিত তত্ত্বের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন।

বক্তৃতায় ট্রাম্প জানানা, ভ্যাকসিনবিরোধী এই নেতাকে (রবার্ট এফ কেনেডি জুনিয়র) তিনি গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদান করবেন। ট্রাম্প বলেন, ‘তিনি দারুণ একজন মানুষ এবং সত্যিই কিছু কাজ করতে চান। আমরা তাঁকে সুযোগ দেব।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি ববিকে (রবার্ট এফ কেনেডি জুনিয়রের ডাকনাম) বলেছি, ববি, তেলের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও...। তরল সোনা (জ্বালানি তেলের আরেক নাম) থেকে দূরে থাকো। এর বাইরে তোমার ইচ্ছেমতো কাজ করতে থাকো।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক ১৯ শতাংশ ভোট। আর ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ২৬৭টি। অর্থাৎ, আর তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই তাঁর হোয়াইট হাউসের রাস্তা পরিষ্কার হয়ে যাবে।

বিপরীতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ৩৫ শতাংশ ভোট। কমলা হ্যারিসের দখলে গেছে ইলেক্টোরাল কলেজের ২১৪টি ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে অনেক বেশি ব্যবধানে পিছিয়ে আছেন কমলা।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আর তখনই গুরুত্বপূর্ণ সুই স্টেটে পেনসিলভানিয়ার ফলাফল এসেছে। সেখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। এই ফলাফল পাওয়ার পরই ট্রাম্প মঞ্চ থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়ার পেছনে নিয়ামক ভূমিকা পালন করেছে সুইং স্টেটগুলোর ভোট। এরই মধ্যে তিন অঙ্গরাজ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্প তাঁর ঝুলিতে পুরেছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বিজয়ী হয়েছেন। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপর সুইং স্টেট জর্জিয়াতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এপির প্রতিবেদন অনুযায়ী, এখানে তিনি ১৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এ ছাড়া, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোটও গেছে তাঁর ঝুলিতে।

এদিকে, ২০১৬ সালে নিউইয়র্কে হিলারি ক্লিনটনের সম্ভাব্য বিজয় উৎসবের জন্য যখন সবাই প্রস্তুত, সেই মুহূর্তে হঠাৎ বিষণ্নতার বাতাস বইতে থাকে। সমর্থকেরা হঠাৎ বুঝতে পারেন, তাঁরা যা আশা করেছিলেন তা ঘটছে না। হাসি আর নাচ কান্নায় রূপ নেয়, মানুষ উদ্‌যাপনের স্থান ছেড়ে যায় অত্যন্ত মর্মাহত হয়ে।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন