Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গতবার জয়-পরাজয় নির্ধারণ করা জর্জিয়ায় এবার যে সমস্যা দেখা গেল

গতবার জয়-পরাজয় নির্ধারণ করা জর্জিয়ায় এবার যে সমস্যা দেখা গেল
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। গতবারের নির্বাচনে আলোচিত অঙ্গরাজ্য জর্জিয়ায় এবার কিছু সমস্যা আঁচ করেছেন সেখানে অবস্থান করা আল-জাজিরার সাংবাদিক জন হ্যান্ড্রেন।

ঐতিহ্যগতভাবে জর্জিয়া একটি রিপাবলিকান রাজ্য হিসেবেই পরিচিত ছিল। ১৯৯২ সালে সেখানে বিল ক্লিনটনের পর আর কোনো ডেমোক্র্যাট জয়ী হননি। তবে দীর্ঘ বিরতির পর গত নির্বাচনে (২০২০ সাল) এই রাজ্যটিতে সবাইকে অবাক করে জয় ছিনিয়ে আনেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

রিপাবলিকানেরা মনে করে, জর্জিয়ায় জো বাইডেনের জয় ট্রাম্পকে গতবার প্রেসিডেন্ট হওয়া থেকে ছিটকে দিয়েছিল। বিশ্লেষকেরা মত দিয়েছেন, জর্জিয়ার প্রধান শহর আটলান্টা ও এর আশপাশে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণেই গতবার সেখানে ডেমোক্র্যাটরা যথেষ্ট ভালো করেছে। গতবার এই রাজ্যের ফলাফল উল্টে দিতেই অন্যায়ভাবে চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি সেক্রেটারি অব স্টেটকে ডেকে তাঁর পক্ষে ১২ হাজার ভোট যোগ করে দিতে বলেছিলেন।

তবে শেষ পর্যন্ত ট্রাম্পের চেষ্টা সফল হয়নি। পরবর্তীতে জর্জিয়ার ফুলটন কাউন্টিতে অভিযোগের মুখোমুখি করা হয় ট্রাম্পকে।

জর্জিয়া থেকে এবারের ভোটের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আল-জাজিরা সাংবাদিক হ্যান্ড্রেন জানিয়েছেন, তিনি নিউ জর্জিয়া প্রকল্পের নির্বাচনী সদর দপ্তরে আছেন। সেখানে সাধারণ মানুষদের ভোটদানে আগ্রহী করে তুলতে একটি ‘গেট আউট দ্য ভোট গ্রুপ’ কাজ করছিল। পাশাপাশি এই গ্রুপটি ভোটারদের কেউ ভয় দেখাচ্ছে কি-না সেই বিষয়টিও পর্যবেক্ষণ করছে। আর এটি করতে গিয়ে তারা কিছু সমস্যা খুঁজে পেয়েছে। এই গ্রুপ দাবি করেছে, জর্জিয়ার কিছু ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তাদের কর্মীরা কিছু উদ্বেগজনক ছবিও তুলেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর হ্যান্ড্রেন জানিয়েছেন, বোমা হামলার আতঙ্কে ফুলটন কাউন্টি সহ আটলান্টার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের