Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের উচিত পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করা: সাবেক উপদেষ্টা

বাইডেনের উচিত পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করা: সাবেক উপদেষ্টা
পরস্পরকে আলিঙ্গন করছেন কমলা হ্যারিস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।

সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।

সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’

কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।

কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের