হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিনের তদন্ত শেষে ওই সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিউবা সরকারের হয়ে দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করেছেন। 

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই রাষ্ট্রদূতের নাম ম্যানুয়েল রোচা। তিনি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার তাঁকে ফ্লোরিডার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা এপিকে বিষয়টি জানিয়েছেন। 
 
একটি সূত্র জানিয়েছে, রোচা যুক্তরাষ্ট্রে কিউবার সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে কোনো ব্যক্তি যদি দেশে অন্য কোনো দেশের হয়ে কাজ করতে চান তাহলে তাঁকে অবশ্যই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগের কাছ থেকে নথিবদ্ধ হয়ে অনুমতি নিতে হয়। 

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই ঘটনায় রোচার পক্ষে কোনো আইনজীবী বা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে কি না। 
 
ম্যানুয়েল রোচা যুক্তরাষ্ট্রের হয়ে দীর্ঘ ২৫ বছর কূটনীতিবিদ হিসেবে কাজ করেছেন। বিশ্বে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা তুঙ্গে তখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। কলাম্বিয়ায় জন্ম নেওয়া এই কূটনীতিবিদের বেড়ে ওঠা নিউইয়র্কে। 

ম্যানুয়েল রোচা পড়াশোনা করেছেন দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে। এর বাইরে হার্ভার্ড ও জর্জটাউন ইউনিভার্সিটি থেকেও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। পরে ১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে মার্কিন কূটনৈতিক মিশনে কাজ করা শুরু করেন। বলিভিয়ার ছাড়াও তিনি আর্জেন্টিনায়ও দায়িত্ব পালন করেছেন।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন