হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় দোষী পুলিশ কর্মকর্তা ছুরিকাহত 

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। রায়ের পর থেকে রয়েছেন কারাগারে। সেই ডেরেক শোভিন গতকাল শুক্রবার কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন ডেরেক শোভিনের ছুরিকাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন। কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারাগারের আরেক বন্দী শোভিনকে ছুরিকাঘাত করেছে। তবে ওই বন্দীর পরিচয় প্রকাশিত হয়নি। 

ফেডারেল ব্যুরো অব প্রিজন জানিয়েছে, শোভিনের ওপর হওয়া ছুরিকাঘাতটি বেশ গুরুতর, এমনকি প্রাণঘাতীও হতে পারে। তাই তাঁকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে জরুরি চিকিৎসার জন্য। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যুরো।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।

ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন, মার্কিন কিশোরের স্বীকারোক্তি

মানসিকভাবে সুস্থ আছেন ট্রাম্প, জানালেন চিকিৎসক

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে মার্কিন কৃষকদের ক্ষতি বেশি

মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প

আমি সুন্দরভাবে গোসল করে দারুণ চুলের যত্ন নিতে চাই: ট্রাম্প

বৈশ্বিক মন্দার আশঙ্কার মধ্যেও ট্রাম্প বলছেন, শুল্কনীতি ভালো করছে

মাত্র দেড় কোটিতে ১৪টি বাংলাদেশের সমান এলাকা যুক্তরাষ্ট্রের কাছে বেচে দেয় ফ্রান্স

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ইউক্রেনের জন্য ৩৯ পাউন্ড দানের অপরাধে রুশ-মার্কিন ব্যালে ড্যান্সারের ১ বছরের কারাবাস

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মিশেল ওবামা