Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে রাশিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ভালো আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ায় বন্দী থাকা একজন মার্কিন নাগরিকের মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর মতে, এ ঘটনা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের একটি সূচনা হিসেবে কাজ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি এমন একটি সম্পর্কের সূচনা করতে পারে, যেখানে আমরা যুদ্ধের অবসান ঘটিয়ে লাখ লাখ মানুষ হত্যা বন্ধ করতে পারব।’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, এ ঘটনায় রাশিয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে।

রাশিয়ায় মেডিকেল গাঁজা আনার অভিযোগে ২০২১ সাল থেকে দেশটিতে বন্দী ছিলেন মার্কিন নাগরিক মার্ক ফোগেল। মাদকসংক্রান্ত অভিযোগে সাবেক এই স্কুলশিক্ষক রাশিয়ায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র দাবি করে, ফোগেলকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

মার্ক ফোগেলের আইনজীবী দিমিত্রি ওভসিয়ানিকভ জানান, মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাঁর মক্কেল এখন দেশে ফিরবেন। তবে কোন প্রক্রিয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি দিমিত্রি ওভসিয়ানিকভ।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের