যুক্তরাষ্ট্রে স্কুলে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়।
নিহত তিন শিশুই ৯ বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিনজনের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা ওই স্কুলের কর্মী ছিলেন।
ন্যাশভিলের মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম অড্রি হেল, বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। হেল ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। হামলার পরই তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর বিষয়টি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গেল মাসেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে গুলিতে প্রাণহানি হয় কয়েকজনের। চলতি বছর দেশটিতে শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে স্কুলে।