যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারীকে দেশটির সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে মনোনীত হলেন। শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কেতানজি ব্রাউন জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কেতানজি ব্রাউন জ্যাকসনকে ‘দেশের অন্যতম উজ্জ্বল আইন ব্যক্তিত্ব’ বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কেতানজি জ্যাকসনকে ‘স্বাধীন মনন’, ‘আপসহীন সততা’ ও ‘শক্তিশালী নৈতিকতা সম্পন্ন’ ব্যক্তিত্ব বলেও আখ্যা দেন।
কেতানজি ব্রাউন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হবেন। আগামী জুনে স্টিফেন ব্রেয়ার অবসর নেবেন।
মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির সমাজে একটি মূল ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট প্রায়ই অত্যন্ত বিতর্কিত আইন, রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে বিরোধ নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড স্থগিত করার মতো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে।
দেশটির আইন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়নের জন্য রাষ্ট্রপতি প্রথমে তাঁর পছন্দের প্রার্থীকে বেছে নেন। পরে সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে কি না তা নির্ধারণের জন্য সিনেটে ভোটে দেওয়া হয়। কেবল সংখ্যাগরিষ্ঠ ভোটেই রাষ্ট্রপতি সেই বিচারক মনোনীত করতে পারেন।
৫১ বছরের কেতানজি জ্যাকসন বর্তমানে ওয়াশিংটন ডিসির ‘প্রভাবশালী আদালতের’ আপিল বিভাগে কাজ করছেন। সুপ্রিম কোর্টের বর্তমান তিন বিচারপতি আগে সেই আদালতে দায়িত্ব পালন করেছেন।