Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক
ছবি: বিবিসি

গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি করমর্দন করেন। পরে তাঁরা হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে উপস্থিত সাংবাদিকদের দিকে হাসিমুখে তাকিয়ে ছবি তোলার সুযোগ দেন।

তবে দুজনের হ্যান্ডশেককে একটি সংক্ষিপ্ত করমর্দন হিসেবে বর্ণনা করেছেন বিবিসির সাংবাদিক, অন্তত সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে করা করমর্দনের তুলনায়।

করমর্দনের পর তাঁরা একসঙ্গে ওভাল অফিসের দিকে রওনা হন। সেখানেই তাঁদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে একটি কালো এসইউভি থেকে বের হয়ে হোয়াইট হাউসের পশ্চিম প্রবেশপথ দিয়ে পা রাখেন জেলেনস্কি। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমি হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে শতাধিক সাংবাদিক ও আলোকচিত্রীর উপস্থিতি দেখা গেছে। এদের মধ্যে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্য।

ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য গার্ড অব অনার প্রস্তুত ছিল। সেনাদের হাতে ছিল ৫৮টি পতাকা। এর মধ্যে ৫৬টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের পতাকা, পাশাপাশি আমেরিকা ও ইউক্রেনের জাতীয় পতাকা।

এই অভ্যর্থনা পর্ব এখন হোয়াইট হাউসে বেশ পরিচিত হয়ে উঠেছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই আনুষ্ঠানিকতা উপভোগ করেছেন।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের