অনলাইন ডেস্ক
একটি অনিরাময়যোগ্য মস্তিষ্কের রোগে আক্রান্ত এক আমেরিকান তাঁর মন দিয়ে অ্যামাজনের ভার্চুয়াল সহকারী আলেক্সাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। মস্তিষ্কে একটি চিপ ইমপ্লান্ট করে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিটির নির্মাতা সংস্থা সিঙ্ক্রোন।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মন দিয়ে আলেক্সা নিয়ন্ত্রণ করা ব্যক্তির নাম মার্ক। ৬৪ বছর বয়সী এই রোগী মোটর নিউরন ডিজিজে আক্রান্ত। এই রোগটি মানুষের পেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করা স্নায়ুগুলোকে অকেজো করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তাঁর শারীরিকভাবে অচল হয়ে পড়েন।
বিরল ওই মস্তিষ্কের রোগে আক্রান্ত মার্কের মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার ছাড়াই একটি ব্রেন-কম্পিউটার ইন্টারফেস চিপ স্থাপন করা হয়েছিল। এই চিপের মাধ্যমেই মার্ক কোনো হাতের ব্যবহার কিংবা শব্দের নির্দেশ ছাড়াই শুধুমাত্র ইচ্ছার মাধ্যমে আলেক্সাকে নির্দেশ দিতে সক্ষম হয়েছেন। এভাবে তিনি আলেক্সার মাধ্যমে কোনো সিনেমা বা শো দেখার পাশাপাশি ফেসটাইম কল করতেও সক্ষম হন।
নিজের অভিজ্ঞতার বিষয়ে মার্ক বলেছিলেন, ‘আমার আশপাশের গুরুত্বপূর্ণ দিকগুলো পরিচালনা এবং বিনোদনের অ্যাকসেস নিয়ন্ত্রণ করার বিষয়টি আমাকে সেই স্বাধীনতা ফিরিয়ে দেয়, যা আমি হারাচ্ছি।’
সোমবার প্রযুক্তি সংস্থা সিঙ্ক্রোন বলেছে, তাদের চিপটি একটি রক্তনালিতে বসে ব্যবহারকারী ব্যক্তির মস্তিষ্কের ক্রিয়াকলাপ অনুধাবন করে এবং এটি নির্দিষ্ট কমান্ডে অনুবাদ করে তার ডিজিটাল ডিভাইসগুলোতে পাঠায়। সংস্থাটির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মার্ক শুধুমাত্র মন দিয়েই তাঁর ডিভাইসের আইকনগুলোতে ট্যাপ করতে পারছিলেন। এভাবে তিনি হাত বা কণ্ঠ ব্যবহার না করেই আলেক্সাকে লাইট চালু এবং বন্ধ করার নির্দেশ দেন এবং বাইরে কে আছে তা দেখার জন্য তার নিরাপত্তা ক্যামেরাও পরীক্ষা করেন।
সিঙ্ক্রোনের প্রধান নির্বাহী টমাস অক্সলে বলেছেন, ‘সিঙ্ক্রোনের চিপ নিউরোটেকনোলজি এবং ভোক্তা প্রযুক্তির মধ্যে ব্যবধান কমিয়ে আনছে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের দ্বারা তাঁদের পরিবেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব করে তুলেছে। অচল এবং বাক্প্রতিবন্ধী লাখ লাখ মানুষের একটি গুরুতর প্রয়োজন মেটানোর সুযোগ করে আমরা রোমাঞ্চিত।’
এর আগে গত জানুয়ারিতে ইলন মাস্কের মালিকানাধীন নিউরোটেকনোলজি কোম্পানি নিউরোলিংক পক্ষাঘাতগ্রস্ত নোল্যান্ড আরবাঘ নামে এক ব্যক্তির শরীরে তারা সফলভাবে ব্রেন চিপ ইমপ্লান্ট করার ঘোষণা দিয়েছিল।