হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কিছুদিন আগেও পরস্পরকে তাচ্ছিল্য করতেন, এখন দুজনে মিলে আমেরিকা চালাবেন

অনলাইন ডেস্ক

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। ছবি: এএফপি

কয়েক বছর আগে দুজনের সম্পর্ক ছিল সাপে–নেউলে। তাঁরাই এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তাঁদের একজন যুক্তরাষ্ট্রে স্বয়ং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যাকে তিনি হলেন মার্কো রুবিও।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করে গেছেন কংগ্রেসম্যান মার্কো রুবিও। সে সময় নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পকে প্রতারক/ঠকবাজ এবং ‘এ যাবৎকালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া সবচেয়ে অশালীন ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন রুবিও।

রুবিও আরও বলেছিলেন, ট্রাম্প নিজেকে ‘লিটল গাই’ বা সাধারণ মানুষের জন্য লড়াইকারী বলে পরিচয় দিয়ে প্রচারণা চালিয়ে প্রতারণা করছেন। তিনি সব সময় শুধু নিজের কথা ভাবেন। ট্রাম্পকে ভোট দেওয়া মানে প্রতারককে ভোট দেওয়া।

অন্যদিকে রুবিওর রাজনৈতিক প্রভাব ও কৌশলকে হেয় করে তাঁকে ‘লিটল মার্কো’ বলে ব্যঙ্গ করেছিলেন ট্রাম্প। ২০১৫ সালের ১০ নভেম্বর এক টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘মার্কো রুবিও খুব কমবুদ্ধির লোক, তাকে আমি আমার ছোট কোনো কোম্পানি পরিচালনার জন্যও নিয়োগ দেব না—খুবই ওভাররেটেড একজন রাজনীতিক সে।’

কিউবান বংশোদ্ভূত রুবিওর সঙ্গে এমন দা–কুড়াল সম্পর্ক ট্রাম্পের। অথচ এবারের নির্বাচনে ট্রাম্পকেই জোরালো সমর্থন দিয়েছেন রুবিও। ট্রাম্পের পক্ষে প্রচারণাও চালিয়েছেন।

স্পষ্টত রুবিও–ট্রাম্প সম্পর্কের উষ্ণতা বেড়েছে। যার প্রমাণ হিসেবে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।

গতকাল সোমবার এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এর আগে শোনা গিয়েছিল, ট্রাম্প প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন রুবিও। তবে এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন তিনি। যদিও এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভাব্যদের তালিকায় বারবার উঠে এসেছে রুবিওর নাম। এই দৌড়ে আছেন জার্মানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিক গ্রেনেলও।

গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘দেশের সেবা করার ক্ষেত্রে আমি সব সময় আগ্রহী।’

মার্কো রুবিও মায়ামিতে কিউবান অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। ২০১০ সালে মার্কিন সিনেটে নির্বাচিত হন। ওবামা সরকারের সময় রিপাবলিকান কট্টরপন্থীদের ‘টি পার্টি’র ব্যাপক সমর্থন পান রুবিও।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন