Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক, দ্বিতীয় আদানি 

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক, দ্বিতীয় আদানি 

টেসলা, স্পেসএক্স, স্টারলিংক ও এক্সের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক আগামী ২০২৭ সালের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হবেন। অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ইলন মাস্কের সম্পত্তির মালিক হতে যাচ্ছেন। লন্ডনভিত্তিক সম্পত্তি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনফর্মা কানেক্ট একাডেমি এই ভবিষ্যদ্বাণী দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ইনফর্মা কানেক্ট একাডেমি জানিয়েছে—বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের প্রধান মাস্কের সম্পত্তি প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তালিকা অনুসারে, ২৫১ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী। 

ইনফর্মা কানেক্ট একাডেমির বিশ্লেষণে আরও বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি দ্বিতীয় ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করবেন। তবে শর্ত হলো—তাঁর সম্পত্তির পরিমাণ প্রতিবছর গড়ে ১২৩ শতাংশ হারে বাড়ত থাকতে হবে।

এ ছাড়া, প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ ব্যবসায়ী প্রজোগো পাঙ্গেস্তুও যদি তাদের গতিপথ ধরে রাখেন তাহলে তারাও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন। বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গ’ও ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন।

বর্তমানে কোনো ব্যক্তি ট্রিলিয়নিয়ার হতে না পারলেও বেশ কয়েকটি কোম্পানির মূলধন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে—অ্যাপল, এনভিডিয়া, বার্কশায়ার হ্যাথাওয়ে, মাইক্রোসফট অন্যতম।

আরও খবর পড়ুন:

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের