Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনে সামরিক তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চীনে সামরিক তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর গোপন সামরিক তথ্য চীনে পাচারের অভিযোগে নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার ওই দুই নাবিকের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি ও ভিডিও চীনের কাছে হস্তান্তরের বিনিময়ে প্রায় ১৫ হাজার ডলার নিয়েছেন ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন আরেক নৌবাহিনীর নাবিক জিনচাও ওয়েই—তাঁর বিরুদ্ধেও হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য হস্তান্তরের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 

সান ডিয়েগোর সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সাংবাদিকদের বলেছেন, ‘ওই দুজনের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য গণপ্রজাতন্ত্রী চীনের হাতে চলে গেছে।’ 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়েনহেং ঝাও চীনকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্ট, ভেনচুরা কাউন্টি এবং সান ক্লেমেন্তে মার্কিন নৌঘাঁটির নিরাপত্তাব্যবস্থার বিশদ তথ্য পাঠানোর অভিযোগে অভিযুক্ত। 

এদিকে অপর নৌ কর্মকর্তা জিনচাও ওয়েই একটি উভচর অ্যাটাক জাহাজ ইউএসএস এসেক্সে কাজ করতেন। সেখানে তিনি কাজ করার সময় জাহাজটির এসেক্সের অস্ত্র, শক্তিকাঠামো এবং জাহাজটির সামগ্রিক কার্যক্রমসহ কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়াল এবং অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত। 

ওয়েই এবং ঝাও কীভাবে চীনের সঙ্গে যোগাযোগ করতেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা তাঁদের সশস্ত্র বাহিনীর ওপর চীনা গোয়েন্দাগিরির তীব্র নিন্দা করেছেন।

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি