হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের আরেক সমর্থকের ৪ বছরের কারাদণ্ড 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আলাবামার এক ব্যক্তিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লনি কফম্যান। তাঁর বিরুদ্ধে হামলার দিন মলটভ ককটেইল বহনের অভিযোগ আনা হয়েছে। 

কফম্যানসহ এ পর্যন্ত ৩ জন ট্রাম্পের সমর্থক ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড পেলেন। এর আগে ট্রাম্পের দুই সমর্থককে ৬৩ মাস এবং ৫১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ১০০ জনের বেশি অভিযুক্তকে স্বল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক কলার-কোটেলি বলেন, তাঁর ট্রাকে একটি ছোট অস্ত্রাগার ছিল, যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। আমি এখনো বুঝতে পারি না কেন তিনি এটি করেছিলেন। 

গত বছরের ৬ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন কফম্যান। 

 ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

সেকশন