Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প-কমলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, জমে উঠেছে বাকযুদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাম্প-কমলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, জমে উঠেছে বাকযুদ্ধ
নির্বাচনী বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখন পর্যন্ত জরিপের ফলাফল অন্তত তাই বলে। সর্বশেষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১ শতাংশ এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। হাতে গুনে ভোটের আর সাত দিন বাকি। এই পরিস্থিতিতে জমে উঠেছে কথার লড়াই। আটঘাট বেঁধে নেমেছে দুই পক্ষ।

আগামী ৫ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের ভোট। এই নির্বাচনকে ঘিরে একে অপরকে বারবার আক্রমণ করছেন ট্রাম্প ও কমলা। এবারের নির্বাচনে প্রচার শুরুর পর থেকে বিভিন্ন সময় কমলাকে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। কমলাও কোনো ছাড় দেননি। সর্বশেষ ট্রাম্পের সাবেক কর্মকর্তার বক্তব্য টেনে তাঁকে ফ্যাসিস্ট বলেছেন কমলা। এর জবাবে উল্টো ফ্যাসিস্ট তকমা কমলার গায়ে জুড়ে দিয়েছেন ট্রাম্প। আর কমলা বলছেন বিভক্তির রাজনীতিতে বিশ্বাসী ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই একের পর এক নয়া ঘটনা ঘটছে। ট্রাম্পকে হত্যার চেষ্টায় দুবার হামলা হয়েছে।

ডেমোক্র্যাটদের প্রথম প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বয়স, প্রচারে অসংলগ্ন কথাবার্তা বলে বিরক্তির কারণ হন তিনি। এরপর দলের ভেতর থেকেও প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার ব্যাপারে চাপ বাড়ে। অবশেষে সরে দাঁড়ান তিনি। জো বাইডেনের বিরুদ্ধে মোটামুটি আটঘাট বেঁধেই নেমেছিলেন ট্রাম্প। তখন ধারণাও করা হচ্ছিল, ট্রাম্পই হয়তো ২০২৪-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। তবে বাইডেন সড়ে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কমলা এগিয়ে আসায় পরিস্থিতি বদলে যেতে থাকে।

জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামান্য এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ছবি: এএফপি
জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামান্য এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ছবি: এএফপি

নিউইয়র্ক টাইমসের জরিপে এর একটি সার্বিক চিত্র উঠে এসেছে। গণমাধ্যমটি বলছে, জুলাইয়ে যখন বাইডেন সড়ে দাঁড়ান এবং কমলা নির্বাচন করার ঘোষণা দেন তখন ট্রাম্পের চেয়ে জাতীয় জরিপে পিছিয়ে ছিলেন কমলা। ২১ জুলাইয়ের তথ্য অনুসারে, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ট্রাম্পকে তখন সমর্থন করছিলেন ৪৮ শতাংশ ভোটার। আর কমলার প্রতি সমর্থ ছিল ৪৫ শতাংশের। এই পরিস্থিতি বদলে যায় ৪ আগস্ট। ওই দিন দুই প্রার্থীরই সমর্থন সমান সমান হয়ে যায়। এরপর থেকে কমলার প্রতি মানুষের সমর্থন বাড়তে থাকে। আর কমতে থাকে ট্রাম্পের সমর্থন। ১ সেপ্টেম্বর এসে দেখা যায়, ট্রাম্পের সমর্থন ৪৬ শতাংশ আর কমলার সমর্থন ৪৯ শতাংশ। সংখ্যা তাত্ত্বিক দিক থেকে বিবেচনা করলে এই ব্যবধান খুব বেশি নয়। তবে জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন তখন তাঁর সমর্থন ছিল ৪৪ শতাংশ। আর ট্রাম্পের ছিল ৪৭ শতাংশ। এ ছাড়া দোদুল্যমান অঙ্গরাজ্য মূলত যে রাজ্যগুলোর ফলাফলই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করে দেয়—সবগুলোয় পিছিয়ে ছিলেন বাইডেনে। সেই ব্যবধানও ছিল বেশ বড়।

যা হোক, এই চিত্র বদলাতে সক্ষম হয়েছেন কমলা হ্যারিস। ১ অক্টোবরের জাতীয় জরিপের চিত্র থেকে দেখা যাচ্ছিল, কমলাকে সমর্থন করছেন ৫০ শতাংশ ভোটার। আর ট্রাম্পকে ৪৬ শতাংশ। এ ছাড়া দোদুল্যমান সাত অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদায় এগিয়ে গেছেন কমলা। পিছিয়ে থেকে শুরু করে এসব অঙ্গরাজ্য এক সময় ট্রাম্পকে পেছনে ফেলতে সক্ষম হন কমলা।

ডেমোক্র্যাটরা চাপে

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ভোট নিয়ে নিয়মিত জরিপ প্রকাশ করছে। আর সাম্প্রতিক জরিপ খানিকটা ডেমোক্র্যাট শিবিরকে চিন্তাতেই ফেলেছে। জাতীয় জরিপে গত ১৩ অক্টোবরও ট্রাম্পের চেয়ে সমর্থনে ২ শতাংশ এগিয়েছিলেন কমলা। তবে ২১ অক্টোবরে এসে সেই ব্যবধান ১ শতাংশে নেমে আসে। আর সর্বশেষ গতকাল সোমবারের তথ্য অনুসারে, এখন দুই প্রার্থীর সমর্থনে ব্যবধান ১ শতাংশ (ট্রাম্প ৪৮ শতাংশ ও কমলা ৪৯ শতাংশ)।

ডেমোক্র্যাটদের জন্য চিন্তার কারণ এখন সারা দেশের ভোট নয়, দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। এক সময় সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কমলা হ্যারিস এসব অঙ্গরাজ্যের অধিকাংশগুলোয় এগিয়ে থাকলেও আর ব্যবধান ধরে রাখতে পারেননি। পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন ও নেভাদায় কমলা ও ট্রাম্পের পয়েন্ট এখন সমান। আর মিশিগানে এগিয়ে রয়েছেন কমলা। আর বাকি দুই অঙ্গরাজ্য জর্জিয়া ও অ্যারিজোনায় এগিয়ে ট্রাম্প। তবে কমলার জন্য আশার বাণী আগাম ভোট। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিন কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। সাধারণত ডেমোক্র্যাট সমর্থকেরা আগাম ভোট বেশি দিয়ে থাকেন। এবারও সেটা ঘটে থাকলে কমলার জয়ের সম্ভাবনা বেশি। নয়তো জরিপ তাঁর জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে না।

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুদ্ধবিরতি চুক্তির ‘খুব কাছাকাছি’ রাশিয়া-ইউক্রেন, চূড়ান্ত করার আহ্বান ট্রাম্পের

অবৈধ অভিবাসীকে লুকিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক গ্রেপ্তার

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র

টেসলার মুনাফায় ব্যাপক ধস, ট্রাম্প প্রশাসনে নিজের ভূমিকা কমাবেন মাস্ক

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এ সপ্তাহেই, আশা ট্রাম্পের