হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কমলার জন্য ভোরের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে ২ নারী

দুই নারীর সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের। ছবি: সিএনএনের সৌজন্যে

যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এবার রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র‍্যাটদের কমলা হ্যারিস। নির্বাচনে অন্যতম ‘সুইং স্টেট’ নেভাদায় জরিপে এগিয়ে ট্রাম্প। তবে কমলার সমর্থকেরাও প্রাণান্তকর চেষ্টা করছেন। কমলাকে জেতাতে নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে ভোরের আলো ফোটার আগেই হাজির হন দুই নারী। তাঁদের সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভোট শুরুর দুই ঘণ্টা আগেই অর্থাৎ ভোর ৫টায় নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে হাজির হয়ে লাইন দাঁড়ান ক্রিস্টিনা নেরি এবং এলিজাবেথ গার্সিয়া।

ক্রিস্টিনা নেরি সিএনএনকে বলেন, ‘ভোট দিয়ে তাঁরা কাজে যাবেন। আর এই কেন্দ্রটিতে এবারই প্রথম ভোট হচ্ছে। তাঁরা ইতিহাসের অংশ হতে চান।’

তিনি বলেন, খাবার ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এটার পরিবর্তন তাঁরা চান।

কমলা হ্যারিসকে ভোট দিচ্ছেন বলে সিএনএনকে জানান ওই দুই নারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন, মার্কিন কিশোরের স্বীকারোক্তি

মানসিকভাবে সুস্থ আছেন ট্রাম্প, জানালেন চিকিৎসক

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে মার্কিন কৃষকদের ক্ষতি বেশি

মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প

আমি সুন্দরভাবে গোসল করে দারুণ চুলের যত্ন নিতে চাই: ট্রাম্প

বৈশ্বিক মন্দার আশঙ্কার মধ্যেও ট্রাম্প বলছেন, শুল্কনীতি ভালো করছে

মাত্র দেড় কোটিতে ১৪টি বাংলাদেশের সমান এলাকা যুক্তরাষ্ট্রের কাছে বেচে দেয় ফ্রান্স

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ইউক্রেনের জন্য ৩৯ পাউন্ড দানের অপরাধে রুশ-মার্কিন ব্যালে ড্যান্সারের ১ বছরের কারাবাস

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মিশেল ওবামা