Ajker Patrika
হোম > ইসলাম

অজুর পানির ছিটা কি অপবিত্র?

মুফতি আবু দারদা

অজুর পানির ছিটা কি অপবিত্র?

অনেকে মনে করেন, অজু করার সময় পাশের কারও গায়ে অজুতে ব্যবহৃত পানির ছিটা পড়লে তা নাপাক হয়ে যায়। তাই তাঁরা ওই পানি যে স্থানে পড়ে, তা আলাদা করে ধুয়ে ফেলেন এবং নতুনভাবে অজু করেন। ইসলামের দৃষ্টিতে তাঁদের এই ধারণা সঠিক নয়।

এ বিষয়ে ইসলামি আইনবিদগণ বলেন, অজুর ব্যবহৃত পানি নাপাক নয়। একে ‘মায়ে মুসতামাল’ বা ব্যবহৃত পানি বলা হয়। এই পানি অপবিত্র নয়। সুতরাং এই ব্যবহৃত পানির ছিটা গায়ে লাগলে তা নাপাক হবে না। তবে এই পানি দিয়ে অজু করা কিংবা ফরজ গোসল করা যাবে না; করলে পবিত্রতা অর্জিত হবে না।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার নামাজের জন্য ইকামত দেওয়া হলো। রাসুল (সা.) এসে পৌঁছানোর আগেই আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নিলাম। এরপর তিনি এসে নামাজের স্থানে দাঁড়ালেন। তখনো তাকবির বলা হয়নি। ইতিমধ্যে কিছু একটা স্মরণ হলে তিনি আমাদের বললেন, তোমরা নিজ নিজ স্থানে অপেক্ষা করতে থাকো। এ কথা বলে তিনি ফিরে গেলেন।

আমরা তাঁর না আসা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। ইতিমধ্যে তিনি গোসল করে এলেন। তখনো তাঁর মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা ঝরে পড়ছিল। এরপর তাকবিরে তাহরিমা বলে আমাদের ইমামতি করে নামাজ পড়ালেন। (মুসলিম: ৬০৫; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ৪১; আদ্দুররুল মুখতার: ১ / ২০১; মারাকিল ফালাহ: ৮৭)

জাকাত কি রমজান মাসেই দিতে হয়

নারীদের সম্পর্কে নবীজির সতর্কতা

হাদিসের গল্প: সংখ্যাধিক্যে মুগ্ধতা এবং আল্লাহর অসন্তুষ্টির গল্প

ইবনে বতুতা: এক বিশ্বপর্যটকের বিস্ময়কর জীবন

ফিতরা আদায়ের গুরুত্ব, পরিমাণ ও অন্যান্য বিধান

তারাবি আদায় না করলে রোজা হবে কি

ইবনুল আরাবি: যুগশ্রেষ্ঠ দার্শনিক ও আধ্যাত্মিকতার পথিকৃৎ

হাদিসের গল্প: চোরের শপথ ও ঈসা (আ.)-এর দৃষ্টিভঙ্গি

রোজার কাফফারা কখন কীভাবে আদায় করতে হয়

রমজান যাদের জন্য রহমত বয়ে আনে