নিয়মিত চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক তৈলাক্তই থেকে যায়? তৈলাক্ত স্ক্যাল্পের কারণ হলো, চুলের গভীরে অয়েল গ্ল্যান্ড থেকে সেবাম উৎপন্ন হওয়া। প্রয়োজনের তুলনায় বেশি সেবাম নিঃসৃত হলেই মাথার ত্বক ও চুল তৈলাক্ত হয়ে যায়। মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করার কিছু সহজ সমাধান দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন।
মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে-