হোম > জীবনধারা > সাজসজ্জা

সংবেদনশীল ত্বকের যত্নে

ফিচার ডেস্ক

সংবেদনশীল ত্বক কিংবা সেনসিটিভ স্কিনের জন্য পণ্য নির্বাচন বেশ কষ্টসাধ্য বিষয়। কারণ, একেক ঋতুতে এ ধরনের ত্বক একেক রকম হয়ে ওঠে। অনেক সময় একই ঋতুতেও একাধিকবার পরিবর্তন আসতে পারে। তাই এমন ত্বকে ব্যবহারের পণ্যে সেই সব উপাদান থাকা যাবে না, যেগুলো ব্যবহারে ত্বকে জ্বালা হতে পারে, শুষ্কতা দেখা দিতে পারে বা অ্যালার্জি হতে পারে। যে মূল উপাদানগুলো এড়িয়ে যেতে হবে, সেগুলো হলো—

ফ্র্যাগরেন্স: এটি ত্বকে লাল ভাব তৈরি করতে পারে।

অ্যালকোহল: এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শোষণ করতে পারে।

তীব্র এক্সফোলিয়েন্টস: মাইক্রোটিয়ার সৃষ্টি করতে পারে।

প্যারাবেন: এটি ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে।

এ ছাড়া কৃত্রিম রং ও এসেনশিয়াল অয়েলও এড়িয়ে চলা উচিত। এগুলো ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে দিয়ে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

পণ্য কেনার আগে সংবেদনশীল ত্বকে ব্যবহারের জন্য যেকোনো নতুন কোনো পণ্য কেনার আগে এর সবচেয়ে ছোট স্যাশেটি কেনা উচিত। প্রথম কয়েক দিন এটি ত্বকের ছোট অংশ, যেমন কনুই বা কানের পেছনে ব্যবহার করে পরীক্ষা করতে হবে। অন্তত ৭২ ঘণ্টা পণ্যটি পরীক্ষা করা উচিত ত্বকে এর কোনো প্রতিক্রিয়া হয় কি না, সেটি দেখার জন্য। যদি কোনো উপাদানে কোনো প্রতিক্রিয়া বা অ্যালার্জি থাকে, তবে সেই পণ্য ব্যবহার করা উচিত হবে না। তাই নির্দিষ্ট কোনো পণ্য পুরোপুরি ব্যবহার করার আগে কয়েক দিন পরীক্ষা করে নেওয়া ভালো।

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে