সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অত্যধিক পর্যটনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্রায় ১০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছিল মূলত গণপর্যটনের মডেল পরিবর্তনের দাবি নিয়ে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের সব প্রধান শহরের রাস্তায় পতাকা দুলিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ক্যানারি দ্বীপপুঞ্জ বিক্রির জন্য নয়, পর্যটনের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং আমার বাড়িকে সম্মান করুন।
গত মাসে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও গপর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল স্থানীয় অধিবাসীরা। এর ফলে স্থানীয় কর্তৃপক্ষ নতুন হোটেল নির্মাণ নিষিদ্ধ করে।
ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত পর্যটকদের সংখ্যাধিক্য, মাদকের অপব্যবহার এবং পতিতাবৃত্তি বাড়ায় বিরক্ত হয়ে স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ করছে। এ ধরনের বিক্ষোভের কারণে স্থানীয় কর্তৃপক্ষগুলোর ওপর চাপ বাড়ছে এবং তারা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।