Ajker Patrika
হোম > জাতীয়

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিবিসি) প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূতকে এ পদের জন্য বিবেচনা করছে পিবিসির সদস্য রাষ্ট্রগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিষয়ে সদস্য দেশগুলোর যথেষ্ট আস্থা রয়েছে বলেই আমাদের স্থায়ী প্রতিনিধিকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করছে। এখানে শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই সঙ্গে বিভিন্ন নীতি নির্ধারিত হয়।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনকে তুলে ধরার একটি সুযোগ থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে কারও কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকলে সেটিও আমরা ভালো করে শান্তি প্রতিষ্ঠার সভাপতি হিসেবে বলতে পারব। এ ক্ষেত্রে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় আলাদা সুবিধা পাবে।’

 ৩১ সদস্য নিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশন গঠিত। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সদস্য রাষ্ট্রকে নির্বাচিত করে থাকে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষায় বড় অর্থায়নকারী দেশগুলো এবং যেসব দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাহিনী দিয়ে অংশগ্রহণ করে থাকে মূলত তারাই এর সদস্য।

চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৩২ জনের নামে দুদকের মামলা

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

বাংলাদেশে গাজপ্রমের কাজ অব্যাহত রাখতে চায় রাশিয়া

সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের ৫৮৭ কোটি টাকার সম্পদ জব্দ

বিটিভিকে জনপ্রিয় করার তাগাদা উপদেষ্টা মাহফুজ আলমের

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ধর্ষণের শিকার ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ৪ আন্তর্জাতিক সংস্থার

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: আলী রীয়াজ