ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আলোচনা করতে নিবন্ধিত ১৩টি দলের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন। আজ রোববার বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় কমিশনের সচিবসহ অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন।
সভার শুরুতে সিইসি বলেন, ‘আজকের এই আলোচনা শুধু ইভিএম নিয়ে। ইভিএম নিয়ে একটা মতানৈক্য রয়েছে। আমরা আপনাদের মতামত নেব। আমাদের পক্ষ থেকে একটা ধারণা দেব। আপনাদের মতামত থাকতেই পারে। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না।’
যে ১৩ দল ইসির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।