Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল 

বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবে। এই সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বোঝাপড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই সফর কোনো তদন্ত নয় বরং এটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘন তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার দিকে মনোনিবেশ করবে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফরের আয়োজন করা হয়েছে। একবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক তথ্যানুসন্ধানী দল পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের প্রশংসা করে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সবার জন্য মানবাধিকারের বিষয়টি নিশ্চিতের দিকটি নিয়ে কাজ করে।

এই সফরের সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলটি গণমাধ্যমকে কোনো ধরনে সাক্ষাৎকার দেবে না বা তাদের সঙ্গে কথাও বলবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল