Ajker Patrika

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকদের কাজে আপাতত বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭: ২৮
ফাইল ছবি
ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা তিনটি আলাদা লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

এই আদেশের ফলে স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাইকোর্টকে ১৯ মার্চের মধ্যে রুল নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। তবে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ওই তিন কোম্পানির পক্ষ থেকে পৃথক তিনটি রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি হাইকোর্ট নিয়োগের কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। এরপর বিএসইসির পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক তিনটি লিভ টু আপিল করা হয়, যা আজ শুনানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত