Ajker Patrika
হোম > জাতীয়

নেত্রকোনায় বাড়ছে পানি, ময়মনসিংহেও অবনতি

আজকের পত্রিকা ডেস্ক

নেত্রকোনায় বাড়ছে পানি, ময়মনসিংহেও অবনতি

ময়মনসিংহ অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ ছাড়া নেত্রকোনার সদর ও বারহাট্টা উপজেলার ৪-৫টি ইউনিয়নের ১০-১২টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তবে পানি কমেছে শেরপুরে। 

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা পাঁচ দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছে দুই লক্ষাধিক মানুষ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, গতকাল ভোর থেকে বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। কংস ও নিতাই নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

অন্তত ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তিনি আরও বলেন, হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যাকবলিত এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে নারী, শিশুসহ কয়েক শ মানুষ উঠেছে। তাদের শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। 

ফুলপুরের পরিস্থিতি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, সকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে নতুন করে উপজেলার বালিয়া ইউনিয়নসহ চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬টি গ্রাম। 

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সড়কের পাশে তাঁকে দাফন করা হয়েছে। এই জেলার সদর ও বারহাট্টা উপজেলার ৪ থেকে ৫টি ইউনিয়নের ১০-১২টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, বৃষ্টি ও ঢলের পানিতে জেলায় ২২ হাজার ৬৪১ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। ১৭৭ হেক্টর জমির শীতকালীন সবজি নষ্ট হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি। 

সরেজমিন ঘুরে সদর উপজেলার বাইশধার গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানের ওপর দিয়ে যাচ্ছে ঢলের পানির স্রোত। গরু-বাছুর নিয়ে এক ঘরে বসবাস করছে কয়েকটি পরিবার। বাইশধার গ্রামের সিরাজুল ইসলাম ফকির বলেন, ‘৫ একর জমির আমন ধান পানিতে তলিয়ে সব শেষ। রান্নাঘর পানির নিচে, গতকাল থেকে খাওয়াদাওয়া বন্ধ। গোয়ালে পানি, গরু-বাছুর নিয়ে বিপদে আছি। এখন পর্যন্ত আমাদের কেউ খবর নেয়নি।’ 

গত দুদিন শেরপুরে ভারী বৃষ্টি না হওয়ায় এবং প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চলের অনেক পরিবার। দুর্ভোগে রয়েছেন পানিবন্দী এলাকার বাসিন্দারা। এ ছাড়া সোমবার নকলায় রাহিম (৫) ও নালিতাবাড়ীতে জিমি আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় গত ৫ দিনে বন্যার পানিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। 

চলতি বন্যায় কৃষি খাতে অন্তত ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের তথ্যমতে, বন্যায় জেলার ৪৭ হাজার হেক্টর আবাদি জমির আমন ধান ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার হেক্টর জমির সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে ৬ হাজার ৭১টি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবে প্রায় ৭১ কোটি হলেও তা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার অন্তত পৌনে দুই লাখ কৃষক।

এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্লাবিত অধিকাংশ এলাকার ঘরবাড়ির বিধ্বস্ত রূপ ভেসে উঠছে। পানি কমলেও বন্যাদুর্গত এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এলাকাগুলোর বেশির ভাগ সড়ক ভেঙে গেছে। দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট।

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নতুন রাজনৈতিক শক্তির জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ

পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ ইসলাম

৯ দপ্তরে নতুন সচিব

সন্ত্রাসীদের থানাভিত্তিক হালনাগাদ তালিকা হচ্ছে

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

চাকরিতে ফেরার সুযোগ পেলেন ৮২ নির্বাচন কর্মকর্তা

যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক চলছে

সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

সারা দেশে র‍্যাবের ২১৮ টহল দল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি