Ajker Patrika
হোম > জাতীয়

দেশে করোনায় এক দিনে মৃত্যু ১৭, কমেছে নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনায় এক দিনে মৃত্যু ১৭, কমেছে নমুনা পরীক্ষা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ২০৯ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ১২ জনের মৃত্যু এবং ১১ হাজার ৪৩৪ জন আক্রান্ত শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৫৭টি সক্রিয় ল্যাবে ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। যেখানে গতকাল ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। 

এ নিয়ে মোট ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৬৮ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

জাতিসংঘের ডেটাবেইস ব্যবহারে আগ্রহী ইসি

সারা দেশে ৫ শিশুকে ধর্ষণ, চার শিশুকে ধর্ষণচেষ্টা

সংস্কার কখন কতটুকু হবে সিদ্ধান্ত নেবে দলগুলো

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতিসংঘ মহাসচিবের

ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে: ড. ইউনূস

গুতেরেসের সফর বাংলাদেশ নিয়ে ‘মিথ্যাচার’ প্রতিহত করবে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জুলাই নিয়ে লেখা বই প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ

৩৩ হাজার টিকিটের জন্য আধঘণ্টায় ১ কোটি ২৯ লাখ হিট

শান্তি ও সংলাপ জোরদারে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস