Ajker Patrika
হোম > জাতীয়

ইভিএমে ভোট কারচুপির সুস্পষ্ট প্রমাণ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভিএমে ভোট কারচুপির সুস্পষ্ট প্রমাণ নেই: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। ইভিএমের হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেট সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি। বাইরে অনেক কথা চাউর আছে যে হ্যাকিং হতে পারে, কারচুপি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপের নবম দিনে জাকের পার্টির সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই চাওয়াটা পূরণ করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’

গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের মাধ্যমেই আমাদের স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছে। সেই জন্য আমাদের সহযোগিতা করবেন।’

নির্বাচনের মাঠ নিয়ন্ত্রণ করতে হলে সব দলের ওখানে থাকতে হবে জানিয়ে সিইসি বলেন, ‘সবাই যদি থাকেন আপনারা, তাহলে ওখানে (নির্বাচনে) একটা ভারসাম্য সৃষ্টি হয়। তখন আমাদের কাজ কমে যায়। আপনারাই কিন্তু ভারসাম্য সৃষ্টি করতে পারবেন। আমার এই আবেদন থাকবে।’

সিইসি আরও বলেন, ‘অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচন স্বাধীনভাবে একটা অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা মাঝে মাঝে বিতর্কিত হয়ে যায়। পরিবেশটা যদি আমরা অনুকূল করতে পারি, তাহলে যাঁরা ভোটার তাঁরা নিরাপদে আস্থা নিয়ে ভোট দিতে পারেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনাদের বক্তব্য আমাদের বিবেচনাধীন থাকবে। কমিশন আইন ও বিধির আলোকে পরিচালিত হবে। আমরা এর বাইরে যেতে পারব না। আমাদের সবার আন্তরিক সহযোগিতা, প্রয়াস থাকলে সংসদ নির্বাচনের কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারব।’

সংলাপে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে মোট ১৫ সদস্যের একটি দল আসার কথা রয়েছে। 

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত

১০ লাখ রোহিঙ্গা খাদ্যসংকটে, জরুরি তহবিল বরাদ্দের তাগিদ ডব্লিউএফপির

মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য না রাখার আহ্বান নারীনেত্রীদের

নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অতীব জরুরি: ফরিদা আখতার

মালয়েশিয়ায় বাংলাদেশের প্ল্যান্টেশন কর্মী প্রবেশের সময়সীমা ৩১ মার্চ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর