প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। আজ মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আরাফাতের সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন।
গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।