Ajker Patrika
হোম > জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা

ঢাকা: বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান দায়িত্বভার গ্রহণের পর আজ সোমবার টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। আন্ত: বাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিমানবাহিনী প্রধান টুঙ্গিপাড়ায় পৌঁছালে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. কামরুল ইসলাম তাঁকে স্বাগত জানান। সেখানে বিমানবাহিনী প্রধানকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধুর সমাধি বেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।

উল্লেখ্য গত ১২ জুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি