Ajker Patrika

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চীনের প্রেসিডেন্টে সি চিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্টে সি চিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ মার্চ সরকারি সফরে চীন যেতে পারেন। পরদিন ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি।

কূটনৈতিক একটি সূত্র জানায়, চীন দেশটির হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের পাশে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এমন শর্তে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়।

অন্য একটি কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় চীনা দূতাবাস দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তুতির কথা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত