Ajker Patrika
হোম > জাতীয়

গ্রাম পর্যায়ে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রাম পর্যায়ে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার 

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ন্যূনতম ১৮ বছরের যেকোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে দুই দফায় গণ টিকার বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে। এসব ক্যাম্পেইন শহর থেকে গ্রাম পর্যন্ত করা হয়েছে। কিন্তু এবারের ক্যাম্পেইনে একেবারে ওয়ার্ড পর্যায়ে হবে। ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সবাইকে নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে। এবার শুধুমাত্র সিনোফার্মের টিকা দেওয়া হবে।

শামসুল হক বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে দেশের সব সিভিল সার্জনের সঙ্গে আলোচনা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা ও সিরিঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ১৩ হাজারের মত কমিউনিটি ক্লিনিক আছে। সেখানেও আইটির দক্ষ লোকবল আছে। তাঁরা এটি ঠিকঠাক করতে পারবে। ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হবে।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি