মালয়েশিয়া ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সে দেশে কাজ করতে ইচ্ছুক বিদেশি কর্মীদের আবেদন গ্রহণ করবে না। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এর ফলে দীর্ঘ বিরতির পর গত জুন মাসে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে সেদেশে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আপাতত থেমে গেল।
সেদেশের সরকারি বার্তা সংস্থা বারনামার বরাতে স্থানীয় কয়েকটি সংবাদপত্র বলেছে, মালয়েশিয়ায় গত মার্চে পার্লামেন্টে পাস হওয়া কর্মসংস্থান (সংশোধন) আইন–২০০২ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এই আইনের আওতায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণ ১ সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে। এর আগে গত ১৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মী আবেদন করেছেন, তাঁদের আবেদন ৩১ আগস্ট বা তার আগে নিষ্পত্তি করা হবে।