সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আইনজীবী মারুফা আকতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফা আকতারের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। তবে তাঁকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘মারুফা তাঁর পরিচয় ব্যবহার করে চিফ অব আর্মি স্টাফের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এটি পুরোপুরি অসদাচরণ। এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’