Ajker Patrika
হোম > জাতীয়

শর্তে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন এসেছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শর্তে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন এসেছে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। 

ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’ 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। 

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’ 

‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’ 

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা