Ajker Patrika
হোম > জাতীয়

শ্রমিকেরা যেভাবে ঢাকামুখী হচ্ছে তাতে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রমিকেরা যেভাবে ঢাকামুখী হচ্ছে তাতে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

চলমান কঠোরতম বিধিনিষেধের মধ্যে গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প–কারখানা খুলে দিয়েছে সরকার। আজ রোববার থেকে কারখানা চালু হওয়ায় সারা দেশ থেকে অবর্ণনীয় ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কারখানা শ্রমিকদের সুবিধার্থে সীমিত সময়ের জন্য গণপরিবহন খুলে দেওয়া হলেও যথেষ্ট নয়। গত শুক্রবার থেকেই মহাসড়কগুলোতে ট্রাক, পিকআপ ভ্যানে চেপে শ্রমিকদের গাদাগাদি করে ফিরতে দেখা যাচ্ছে। বলাবাহুল্য তাতে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকছে না। 

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এই করোনা মহামারির মধ্যে যেভাবে স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকেরা ঢাকামুখী হচ্ছেন, তাতে সংক্রমণ আরও বাড়বে। 

আজ রোববার দুপুরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনকালে এ উদ্বেগের কথা বলে স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মহামারি করোনায় মারা যাওয়াদের ৮০ থেকে ৯০ শতাংশই বয়স্ক। দেশের অল্পবয়সী থেকে শুরু করে বয়স্করা আক্রান্ত হচ্ছে। করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ মেনে চলতে হবে। 

আগামী ৭ আগস্ট থেকে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এনআইডি না থাকলেও বয়স্করা টিকা পাবেন। গর্ভবতীদেরও টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশে টিকা দান কর্মসূচির যে সক্ষমতা তাতে সপ্তাহে এক কোটি টিকা দেওয়া সম্ভব হবে।

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা