Ajker Patrika
হোম > জাতীয়

ইলিশ রপ্তানির পক্ষে নন প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলিশ রপ্তানির পক্ষে নন প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের মানুষের কথা চিন্তা করে এখনই ইলিশ রপ্তানির পক্ষে নন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। দেশের সব মানুষ কীভাবে ইলিশের স্বাদ পেতে পারে এখন সেই চিন্তা করছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, `আমি মনে করি ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। এই ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলের খাওয়ার সুযোগ পাওয়া উচিত। বিদেশে ইলিশ রপ্তানি করে বিশাল কোনো অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই।'

মন্ত্রী বলেন, ‘অনেক সময় হয়তো সৌজন্যের খাতিরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাঠামোতে ইলিশ পাঠানো হয়। কিন্তু বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি করা হলে এ দেশের মানুষের এই সুস্বাদু মাছ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সে জন্য আমি ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির করার পক্ষে না।’

মন্ত্রী আশা করেন, ইলিশ উৎপাদনের এই ধারা আরও পাঁচ বছর অব্যাহত রাখতে পারলে দেশের সব মানুষ সুস্বাদু এই মাছ খেতে পারবে। তিনি বলেন, এখনো অনেক গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ইলিশ যায় না। আমি চাই দেশের সবাই যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবাটা সঠিক হবে বলে আমার মনে হয়।

অর্থ পাচার মামলায় আপিলে খালাস পেলেন তারেক-মামুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম