হোম > জাতীয়

রাবার বোর্ডের চেয়ারম্যান জনেন্দ্র নাথকে বাধ্যতামূলক অবসর

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২০: ৫৭
জনেন্দ্র নাথ সরকার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার তাঁর বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনেন্দ্র নাথের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫-ধারা অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

সরকারি চাকরি আইনের ৪৫-ধারা অনুযায়ী কারও চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকার তাঁকে কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তাঁর আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। কী কারণে জনেন্দ্র নাথ সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, প্রজ্ঞাপনে তা জানানো হয়নি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

স্থানীয় নির্বাচনের কথা ভাবছে সরকার

৪৩তম বিসিএসে বাদ পড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

সরকারি কর্মীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা