Ajker Patrika
হোম > জাতীয়

৯টি ‘আশু বাস্তবায়নযোগ্য’ প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে সরকারের কাছে পাঠাবে ইসি: সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৯টি ‘আশু বাস্তবায়নযোগ্য’ প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে সরকারের কাছে পাঠাবে ইসি: সচিব
নির্বাচন ভবনে কথা বলছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: আজকের পত্রিকা।

পাঁচ সংস্কার কমিশনের ১২১টি সুপারিশের বিষয়ে অতি জরুরি ভিত্তিতে ‘আশু বাস্তবায়নযোগ্য’ প্রস্তাব চেয়ে ইসি সচিবালয়সহ এক ডজন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে নির্বাচন কমিশন সংক্রান্ত ৯টি বিষয় রয়েছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংস্কার সুপারিশের বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো স্বল্পতম সময়ে সরকারের কাছে পাঠানো হবে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন।

তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টা বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করা হবে উল্লেখ করে সচিব বলেন, ‘অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের দিক থেকে বিষয়টা স্বল্পতম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি। তবে এই মুহূর্তে কী কী সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারব না। মাননীয় কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করে সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় আসলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সব কাজ শেষ করব।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

হাসিনার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে: চিফ প্রসিকিউটর

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা