Ajker Patrika

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২৩: ২০
তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জমিতে কৃষকের ধান রক্ষায় আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ব্রি থেকে জানানো হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাঁচ দিন (২-৬ এপ্রিল) সারা দেশের বেশির ভাগ এলাকায়; বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

এতে আরও জানানো হয়, এখন ধান গাছের বৃদ্ধির পর্যায় কাইচ থোড় থেকে শক্ত দানা অবস্থায় রয়েছে। ফলে তাপপ্রবাহ থেকে ধান, ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এই অবস্থায় শিষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকেল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুবার স্প্রে করতে হবে।

ব্রির তথ্য অনুসারে, তীব্র তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত