আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
একই সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামকে প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী হাইকোর্ট বিভাগে ফেরত আনা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আর ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তাঁর পদে বহাল রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।