‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার ইস্যু করা হবে। দুই-চার দিনের মধ্যে এই নোটিফিকেশন ইস্যু করা হবে।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করতে উচ্চ আদালতে রিট হয়েছিল। সেই রিটের আলোকে আদালত থেকে এ বিষয়ে নির্দেশনাও রয়েছে।