প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতে ভ্যাট-সুবিধা প্রত্যাহার করে নতুন যে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানান পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট মো. রাফেউজ্জামান। বাজেট ঘোষণার পর এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান।
মো. রাফেউজ্জামান বলেন, ট্যুর অপারেটরদের কোনো পর্যটক এর কাছ থেকে মূসক নেওয়ার সুযোগ নেই। কারণ ট্যুর অপারেটররা যে হোটেলে পর্যটকদের রাখেন, সেই হোটেলগুলো খাবার এবং আবাসনের ওপর সরকারকে মূসক প্রদান করে থাকে। তাই আলাদা করে মূসক আরোপ করা হলে পর্যটন খাত এবং ট্যুর অপারেটর খাত মুখ থুবড়ে পড়বে। যে কারণে এই খাতের মূসক প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে।