Ajker Patrika
হোম > জাতীয়

পণ্যের অভাবে ঢাকা–পঞ্চগড় পার্সেল ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পণ্যের অভাবে ঢাকা–পঞ্চগড় পার্সেল ট্রেন বন্ধ

ঢাকা: লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় পণ্য পরিবহনে চালু হয়েছে বিশেষ পার্সেল ট্রেন। তবে পর্যাপ্ত পণ্য না পাওয়ার কারণে আজ শুক্রবার থেকে পঞ্চগড়-ঢাকা রুটের পার্সেল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রেনটি বন্ধের বিষয়ে জানতে চাইলে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই রুটে পণ্য পরিবহনে কৃষকের আগ্রহ কম ছিল। এ কারণে আমরা আজ থেকেই বন্ধ করে দিয়েছি এই পার্সেল ট্রেন। তবে অন্যান্য রুটের পার্সেল ট্রেন চালু থাকবে। তাছাড়া আম পরিবহনে এই রুটে একটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে।

কৃষিপণ্য পরিবহনের জন্য গত এপ্রিল থেকে চার রুটে প্রতিদিন আটটি বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। রুটগুলো হলো— ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী, খুলনা-চিলাহাটি ও পঞ্চগড়-ঢাকা। এর মধ্যে যথেষ্ট পণ্য না পাওয়ার কারণে পঞ্চগড়-ঢাকা রুটের ট্রেন বন্ধ করা হলো।

বিশেষ এই পার্সেল ট্রেনে শাক-সবজি, দেশে উৎপাদিত ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের সুযোগ রয়েছে।

রেল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বন্ধ আছে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে মালবাহী ও তেলবাহী ওয়াগন চালু রয়েছে। একইসাথে মালবাহী ট্রেনের মাধ্যমে ভারতের সাথে আমদানি-রপ্তানিও সচল রয়েছে। লকডাউনের মধ্যে গত এপ্রিলে ১৬২টি পণ্যবাহী ট্রেনে মোট ৩ লোখ ৭২ হাজার ১৬৭ টন মালামাল এসেছে। ভারত থেকে আমদানি করা এসব পণ্য পরিবহনে রেলের আয় হয়েছে প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি