Ajker Patrika
হোম > জাতীয়

ব্যাংককে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক 

অনলাইন ডেস্ক

ব্যাংককে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সভার ফাঁকে এ বৈঠক হয়।

বৈঠকের পর জয়শঙ্কর টুইট বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে দেখা করে আনন্দিত, চলমান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে।’

উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে তারা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইএএম জয়শঙ্কর ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ছয় দিনের সফরে আছেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তিনি থাইল্যান্ডে আসেন, যেখানে তিনি মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের সভায়ও অংশ নেন।

এ মাসের শুরুতে গত ৬ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের সচিব সৌরভ কুমার ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় বিমসটেকের অগ্রগতি নিয়ে একটি বিস্তৃত আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, তাঁরা বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানটির কাঠামোকে শক্তিশালী করার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে। তাঁরা এই সহযোগিতাকে আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন।

অরিন্দম বাগচি আরও বলেন, বিমসটেকের অগ্রগতিতে ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। 

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ বছরের মার্চে বিমসটেকের ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকে মন্ত্রীরা বিমসটেক পরিচালনার মূলনীতি নির্ধারণে একমত হন। ওই বৈঠকে ভারতে বিমসটেকের আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র প্রতিষ্ঠার খসড়া অনুমোদন হয়।

বিমসটেক একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা, যার লক্ষ্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির পরিবেশ তৈরি করা। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন স্বার্থের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা করা।

চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৩২ জনের নামে দুদকের মামলা

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

বাংলাদেশে গাজপ্রমের কাজ অব্যাহত রাখতে চায় রাশিয়া

সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের ৫৮৭ কোটি টাকার সম্পদ জব্দ

বিটিভিকে জনপ্রিয় করার তাগাদা উপদেষ্টা মাহফুজ আলমের

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ধর্ষণের শিকার ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ৪ আন্তর্জাতিক সংস্থার

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: আলী রীয়াজ