Ajker Patrika
হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের সংহতির প্রতীক: মালয়েশিয়ার হাইকমিশনার

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের সংহতির প্রতীক: মালয়েশিয়ার হাইকমিশনার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন। 

বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক। 

মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’ 

এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতদের ২য় দিন

স্বাস্থ্যকে জাতীয় নিরাপত্তা হিসেবে দেখার ভাবনা

দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হবে

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ: উপদেষ্টা ফরিদা আখতার

নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য বড় আন্দোলন করতে হবে: শারমীন এস মুরশিদ

মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজের

সাবেক প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ও তাঁর স্ত্রীর নামে মামলা

সংবিধান পুনর্লিখন নয়, সংস্কার হতে পারে: ড. কামাল হোসেন

৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ যেসব সুবিধা পাচ্ছেন জুলাই অভ্যুত্থানে হতাহতরা

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে