ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। ডিলার ও কৃষক পর্যায়ে এই দাম বাড়বে। আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত মূল্যতালিকা অনুসারে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ২৫ টাকা, ডিএপি ১৯, টিএসপি ২৫, এমওপি ১৮ টাকায় বিক্রি হবে। অন্যদিকে কৃষক পর্যায়ে বিক্রি হবে ইউরিয়া ২৭ টাকা, ডিএপি ২১, টিএসপি ২৭, এমওপি ২০ টাকায়।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত মূল্য ১০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত মূল্য বহাল থাকবে।