Ajker Patrika
হোম > জাতীয়

ঘূর্ণিঝড় ‘দানা’ ভারতে আঘাত হানলেও বৃষ্টি থাকবে দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় ‘দানা’ ভারতে আঘাত হানলেও বৃষ্টি থাকবে দেশে

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। এটির ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে ভারতে আঘাত হানলেও বাংলাদেশের উপকূলেও এর প্রভাব থাকবে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে ‘দানা’ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানতে পারে, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। সে ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর প্রভাব থাকবে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি শুরু হয়েছে। 

সাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এটির সর্বোচ্চ গতি বেগ ১১০ কিলোমিটার হতে পারে। যা বৃদ্ধি পেয়ে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। 

বাংলাদেশে আঘাত না হানলেও সাধারণত ঝড়ের ডান দিকে বাতাসের গতিবেগ বেশি থাকে তাই এটির অগ্রভাগ যখন ভারতে আঘাত হানবে তখন বাংলাদেশের উপকূল অঞ্চলে বাতাসের বেগ থাকবে, বৃষ্টি হবে। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দানা আজ বুধবার সন্ধ্যা ৬টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। 

এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। 

এদিকে, ‘দানা’র প্রভাবে আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও চট্টগ্রাম বন্দরে কাজ কর্ম স্বাভাবিকভাবে চলছে। আকাশও ভালো রয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। দানার প্রভাবে পড়েছে যশোরে। 

আজ বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সাতক্ষীরাতে ১৫৬টি আশ্রয়কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। জেলায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। 

শুক্রবার ও শনিবার সরকারি ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। এদিকে দানার প্রভাবে শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমূহের পানি দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় এক থেকে দেড় ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। উপকূলবর্তী এলাকায় ১৬২টি সাইক্লোন শেল্টারসহ অপরাপর স্থাপনা প্রস্তুত করা হচ্ছে। 

আবহাওয়ায় অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত দানার যে গতিবেগ দেখা যাচ্ছে তাতে বাংলাদেশে এর তেমন প্রভাব থাকবে না। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে কিছুটা প্রভাব থাকতে পারে। 

ওমর ফারুক বলেন, প্রভাব থাকলে খুব বেশি বড় জলোচ্ছ্বাস থাকবে না। স্বাভাবিক থেকে হয়ত একটু বেশি থাকতে পারে। বড় জলোচ্ছ্বাস বলতে যা বোঝায় তেমন থাকবে না। 

এদিকে দানার প্রভাবে বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংবাদ যেন অতিরঞ্জিত না হয়: সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবস: বনানী কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

পথে নামতে মনে ভয়

ভোটার, যোগাযোগ সুবিধা দেখে সীমানা পুনর্নির্ধারণ

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

আবরার হত্যা মামলার আপিল শুনানি শেষ, রায় যেকোনো দিন

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছেন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে: সেনাপ্রধান

একই ধরনের কথা ভারত থেকেও বলা হয়: জয়শঙ্করকে জবাব দিলেন তৌহিদ

সারা দেশে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং: প্রেস সচিব